সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সিন্ধু অভিযান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আরবদের সিন্ধু অভিযান : কারণ ও ফলাফল (তাৎপর্য)

আরবদের সিন্ধু অভিযান : কারণ ও ফলাফল (তাৎপর্য) আরবদের সিন্ধু অভিযান : কারণ ও ফলাফল (তাৎপর্য) Arab invasion of Indus: Causes and Results (Significance) ঐতিহাসিক উপাদান: আরব মুসলমানদের বিভিন্ন দিকে সাম্রাজ্যবিস্তার সম্পর্কে ঐতিহাসিক তথ্যের অভাব নেই। কিন্তু ভারতে তাদের অভিযান সম্পর্কিত ঐতিহাসিক উপাদান কম। আল-বিলাদুরি গ্রন্থে আরবদের ভারত অভিযানের বর্ণনা থাকলেও এতে সঠিক ঘটনাক্রম পাওয়া যায় না। আল-তারি ও খুলাসাৎ-উল-আকবর এক্ষেত্রে দুটি সহায়ক গ্রন্থ। পরবর্তীকালের দুটি গ্রন্থ তারিখ-এ-সিন্ধ ও তুহফাৎ-উল- কিরাণ গ্রন্থে আরবদের সিন্ধু বিজয়ের বৃত্তান্ত লিপিবদ্ধ আছে। তাছাড়া চাচ্নামা নামে এক গ্রন্থ থেকেও এ বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আরবদের সিন্ধু অভিযান : কারণ আরবদের সিন্ধু অভিযানের কারণ নিয়ে ঐতিহাসিকগণ একমত নন। অধিকাংশ ঐতিহাসিক খলিফাদের সাম্রাজ্য বিস্তারের বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসাবে সিন্ধু অভিযানকে দেখেছেন। ১) ধনলিপ্সা ও লুণ্ঠনের প্রতি আগ্রহ : ৬৪৪ খ্রীঃ-এর মধ্যে আরবগণ পারস্য অধিকার করে। ৬৫০ খ্রীঃ-এর মধ্যে অক্ষুনদী ও হিন্দুকুশ পর্বতের মধ্যবর্তী অঞ্চল তারা দখল করে নেয়। আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চল